সিলেটের বিশ্বনাথে ব্যবসায়ী তাজ উদ্দিন হত্যার ঘটনায় সুমন আহমদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সুমন উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের জহুর আলীর ছেলে। শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার মা, বোন ও এক ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।
সুমন পুলিশকে জানিয়েছে, তাকে পাশবিক নির্যাতনের চেষ্টা করায় সে ব্যবসায়ী তাজ উদ্দিনকে হত্যা করেছে। বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান,
পুলিশের প্রাথমকি জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে সুমন। তাকে পাশবিক নির্যাতনের চেষ্টা করায় সে এ হত্যাকান্ড ঘটিয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও জামা-কাপড় উদ্ধার করতে তাকে সাথে নিয়ে অভিযানে আছে পুলিশ।
অভিযানে এক পর্যায়ে সুমনের ব্যবহৃত মোবাইল ফোনের ভাঙ্গা অংশ, সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ সকাল ১১টায় উপজেলার মাহতাবপুর এলাকায় ব্যবসায়ী তাজ উদ্দিনের পেট কাটা লাশ উদ্ধার করে পুলিশ। তাজ উদ্দিন সিলেট সরদর উপজেলার
ফতেহপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে। দীর্ঘদিন থেকে তিনি মাহতাবপুরে ব্যবসা করছিলেন।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল