পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারি চালিত অটো’র ধাক্কায় সুন্দরী বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার দুপুরে পৌরশহর সংলগ্ন ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুন্দরী বেগম মেয়ের বাড়ি থেকে পাশাপাশি ছেলের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরী বেগম ইটবাড়িয়া ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন বালিয়াতলী খেয়াঘাট এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, মৃতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় এ ব্যাপরে কোন মামলা হয়নি।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল