কক্সবাজারের টেকনাফের বড়ইতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রোহিঙ্গা পাচারের দায়ে দুই দালালকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সসংবাদের ভিত্তিতে টেকনাফের বড়ইতলী এলাকার নাফ নদীতে রোহিঙ্গা পাচারকারী দলের সদস্যরা নৌকাযোগে ১১ জন মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে নিয়ে আসারর সময় দালালদের আটক করা হয়। এরা হচ্ছে নাইটংপাড়া এলাকার সৈয়দ মাস্টারের ছেলে জামাল হোসেন (৩৫) বড়ইতলী এলাকার মোঃ শফিকের ছেলে মোঃ সৈয়দ (৩২)।
আটককৃতদের টেকনাফ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার কাছে নিয়ে গেলে ১১ জন মিয়ানমারের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যার মামলা নং-৬৪/২০১৮।
সেই সাথে আটককৃত মিয়ানমারের নাগরিকদের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে এবং আসামিদের টেকনাফ মডেল থানা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মেজর রুহুল আমিন।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল