লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মো. ইমন হোসেন (০৮) নামের এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার হায়দরগঞ্জের আলহাজ্ব সিরাজুল হক হাফেজীয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ও উত্তর চর আবাবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরপক্ষী গ্রামের মোঃ ইসমাঈল হোসেন বেপারীর ছেলে।
জানা যায়, আজ (শুক্রবার) বিকেলে মাদ্রাসার অদূরে সহপাঠিদের সাথে মেঘনা নদীর পাড়ে ঘুরতে যায় ইমন হোসেন। পরে সবাই মিলে পানিতে নেমে গোসল করে। এক পর্যায়ে ঢেউয়ের সাথে তীর থেকে নদীর মাঝখানে চলে যায় ইমন। পরে সহপাঠিরা ইমনকে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে উঠলে নদীর পাড়ের লোকজন পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল