ঠাকুরগাঁও জেলা কারাগারে শাহ আলম (৫২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেলার হরিপুর গেদুরা গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও কারাগারের জেল সুপার মো. জাবেদ মেহেদী জানান, শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শাহা আলম কারা অভ্যন্তরে অসুস্থ হন। এরপর তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদীর মৃত্যু হয়েছে।
গত ১৫ দিন আগে মাদক মামলায় আদালত শাহ আলমকে কারাদণ্ড দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল