বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ আলম বলেছেন, দেশে এখন ব্যাংক লুটের উৎসব চলছে। ঋণের নামে প্রভাবশালীরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। অথচ এসবের কোন বিচার হচ্ছেনা। জনগণের এ টাকা তারা বিদেশে পাচার করে দিচ্ছে। কেউ কেউ সেকেন্ড হোম হিসেবে মালয়েশিয়া, কানাডা, লন্ডনে বসতি গড়ছে।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গোষাই বাজারে কমিউনিস্ট পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষক সমিতি কেন্দ্রিয় কমিটির সদস্য লাকি আক্তার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে ভর্তুকি দেওয়ার কথা বললে সরকার বলে টাকা নেই, শ্রমিকদের বাঁচার মতো বেতনের কথা বললে সরকার বলে টাকা নেই। অথচ দেশে যুদ্ধাবস্থা না থাকা সত্বেও রাশিয়া থেকে ১২০০ কোটি টাকার সমরাস্ত্র ক্রয় করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বক্তারা জনগণের প্রতি আহ্বান জানান।
যশোদল ইউনিয়ন কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, আবুল হাসেম বিএসসি, উত্তম সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল