টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২১ হাজার ৪৪১ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় এক নারীকে আটক করা হয়।
আটক নারী হলেন টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকার প্রবাস কান্তির স্ত্রী লাকি শর্মা (৩৩)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস নামের একটি যাত্রীবাহি মিনিবাসে এক নারী যাত্রীর কাছে তল্লাশী চালিয়ে ১০ হাজার ২৯ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবাসহ ঐ নারীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ ৮ হাজার টাকা। আটক নারীকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে হোয়াইক্যং বিওপির নায়েক মো. ইয়ার আলীর নেতৃত্বে জওয়ানরা একই দিন সকাল সাড়ে ৯টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী মিনি স্পেশাল সার্ভিস (কক্সবাজার ঘ-১১-০১-২০) একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১১ হাজার ৪১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ২৩ হাজার টাকা। এসময় বাসের চালক ও হেলপার নিচে নেমে দৌড়ে পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বাসটি জব্দ করা হয়।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক আছাদুদ জামান চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ যে কোন ধরনের মাদকের পাচার রোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। ইয়াবা পাচারে জড়িত চালক ও হেলপারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ইয়াবা ও জব্দকৃত মিনিবাসটি থানায় হস্তান্তর কর হয়।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল