পাবনা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাখুয়া এলাকা থেকে চলন্ত বাস থেকে ফেলে দেয়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে হাইওয়ে থানা পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে বাখুয়া এলাকায় একটি যাত্রীবাহি বাস থেকে এক যুবককে ফেলে দিয়ে বাসটি দ্রুত চলে যায়। পরে সেখানে গিয়ে যুবকটিকে মৃত পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয় এবং স্থানীয় লোকজন বাসটিকে ধাওয়া করলেও তা ধরতে পারেনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মাহ্ফুজুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে বিষয়টি ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তিনি আরো জানান, যুবকটি নাক দিয়ে শুধু রক্ত ঝরছিল। আর বাম গালে সামান্য একটু ফোলা রয়েছে। তবে স্থানীয়রা বলছে-বাস দাঁড়িয়েছিল। বাসটি চলে যাবার পর দেখেন যে যুবকের মৃতদেহ পড়ে আছে। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, সিরাজগঞ্জেরে কাজীপুরে মাইজবাড়ীর যমুনার চর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৪০)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নতুন মাইজবাড়ির যমুনার চর থেকে নারীর গলাকটা মৃতদেহটি উদ্ধার করা হয়।
কাজীপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে যমুনার চর এলাকা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। ওই নারীর পড়নে ছিল প্রিন্টের বোরকা ও কাঠালী রঙের শাড়ি। তার হাত ওড়না দ্বারা বাধা ছিল।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল