১৮ এপ্রিল, ২০১৮ ১১:৫৯

পাথরঘাটায় ২৩ এপ্রিল স্মার্টকার্ড বিতরণ শুরু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটায় ২৩ এপ্রিল স্মার্টকার্ড বিতরণ শুরু
বরগুনার পাথরঘাটায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে ২৩ এপ্রিল। পাথরঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এ উপলক্ষে ২২ এপ্রিল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্ধোধন হবে। উদ্ধোধনের দিন বরগুনা জেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান থাকার কথা রয়েছে। 
 
পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার মো. আইউব আলী হাওলাদার বলেন, পাথরঘাটা উপজেলায় ১ লাখ ২০ হাজার ৮১৮ ভোটারের মধ্যে ১ লাখ ১৪ হাজার ২৮৮ জন ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। যা ২৩ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক নির্ধারিত কেন্দ্রে ভোটারদের মাঝে বিতরণ করা হবে। 
 
তিনি আরও বলেন, বাকিগুলো আসা মাত্রই আমরা সঠিকভাবে বিতরণ করবো। 
 
 
 
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর