নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে রামচন্দ্রদী এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ হাসান জানান, সকালে বাঞ্ছারামপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার বিশনন্দী ফেরিঘাট পার হয়ে আড়াইহাজার এলাকায় ঢুকে। খবর পেয়ে পুলিশের একটি টিম প্রাইকেটকারটি পিছু নেয়। পরে পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকারের চালক ও ভেতরের থাকা অজ্ঞাতরা পালিয়ে যান। এ সময় তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে ১০ কেজির তিনটি বস্তা থেকে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৮/ ওয়াসিফ