“স্বাস্থ্য একটি মৌলিক অধিকার” এ প্রতিপাদ্যকে ধারণ করে ফরিদপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি পালনে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতালে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ফরিদপুর জেনারেল হাসপাতাল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শুরুতে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়। আলোচনা সভায় নার্সিং সুপারভাইজার (ভারপ্রাপ্ত মেট্রল) সালেহা খানমের সভাপতিত্বে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেন, ডা. উষা রঞ্জন চক্রবর্তী, ডা. আবদুল্লাহ হিস সায়াদ, প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, রোগী সেবায় নিজেকে আরো বেশি নিবেদিত করার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।
সবশেষে সেবার প্রতি আরো বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে সঙ্গীত পরিবেশন করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান