মৌলভীবাজার জেলার ৫৯টি পোস্ট অফিসকে পোস্ট ই-সেন্টারে রুপান্তিত করা হলেও জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিশেষ করে হাওর পাড়ের মানুষ ও চা-শ্রমিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব অঞ্চলের মানুষ এখনো বিষয়টি সম্পর্কে না জানায় এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে ব্যহত হচ্ছে সরকারের এই প্রকল্পটি।
সরজমিনে জেলার হাওর কাউয়াদীঘির পূর্বাঞ্চল রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের পাঁচগাও পোস্ট অফিসে গিয়ে দেখা যায় সেখানে পোস্ট ই-সেন্টার নামে কোন প্রতিষ্ঠান নেই। এমনকি স্থানীয়রা এ বিষয়টি অবগত নন বলেও জানান তারা।
স্থানীয়রা বলেন, আমরা হাওর এলাকার মানুষ। অভাব অনটন সবসময় লেগেই থাকে আমাদের। আমরা ধারদেনা করে টাকা এনে ছেলেমেয়েদেকে মৌলভীবাজারে বিভিন্ন প্রাইভেট কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখাই। অথচ আজ শুনলাম আমাদের ছেলে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য সরকার আমাদের এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন।
পোস্টার মাস্টার ফরিদ মিয়ার কাছে পোস্ট ই-সেবা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন প্রকল্পের কাজের জন্য একজন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে আনার পর তিনি কাজ করবেন না বলে জানান। পরবর্তীতে নুরুল ইসলাম নামে একজনকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়। তিনি আরো বলেন, স্থানীয়ভাবে ছাত্রছাত্রীর সংখ্যা না পাওয়ায় পোস্ট ই-সেবা সেন্টারটি নুরুল ইসলাম মৌলভীবাজারে তার নিজ প্রতিষ্ঠানে বসে কাজ চালাচ্ছেন ।
এদিকে স্থানীয় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পোস্ট ই-সেবাতে যারা দায়িত্বরত রয়েছেন তারা কখনোই এ বিষয়ে আমাদের জানান নাই এবং আমরাও কখনো দেখি নাই পোস্ট ই-সেবা সেন্টারটি। যদি জানতাম তা হলে আমরা অবশ্যই সেখানে গিয়ে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ ও ডিজিটাল সম্পর্কে বেশি করে জানতে পারতাম।
খোঁজ নিয়ে জানা যায়, শুধু পাঁচগাঁও পোস্ট ই-সেবা সেন্টারের এমন দৃশ্য নয় হাতে গোনা কয়েকটি বাদে প্রায় সব পোস্ট ই-সেবা সেন্টরের এই বেহাল দশা।
মৌলভীবাজার পোস্ট অফিস ইনপেক্টর মো. সিদ্দিক আলী বলেন, বিভিন্ন জায়গায় উদ্যোক্তা না পায়ায় পোস্ট ই-সেবার কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি।আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশাকরি অচিরেই সমস্যা সমাধান হয়ে যাবে।
দেশের প্রতন্ত অঞ্চলের মানুষকে সল্পমূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের মাধ্যমে সারাদেশে ৮৫০০ টি পোস্ট অফিসকে পোস্ট ই-সেন্টারে রুপান্তর করেছে। পোস্ট অফিসকে পোস্ট ই-সেন্টারে রুপান্তরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি নামক একটি প্রকল্প চালু করা হয়।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/হিমেল