দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে সেতুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় ঘণ্টাব্যাপী বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী চৌরাস্তা মোড়ে ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটি'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
দিনাজপুর জেলার বীরগঞ্জ-খানসামা উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে সেতু না থাকায় দীর্ঘদিন থেকে ভোগান্তির শিকার হচ্ছে চার জেলার কয়েক লাখ মানুষ। আত্রাই নদীর এ অংশে একটি সেতু হলে দিনাজপুরের বীরগঞ্জের পাঁচটি ইউনিয়নসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার সঙ্গে নীলফামারীর সরাসরি যোগাযোগ চালু হবে। অপরদিকে বীরগঞ্জ উপজলোর ঝাড়বাড়ী চৌরাস্তা মোড় থেকে আত্রাই নদী পার হয়ে র্পূব দক্ষিণে নীলফামারী ১৭ কি.মি, আর নদীর পশ্চিমে ঠাকুরগাঁও ২২ কি.মি।
ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন বলেন, আত্রাই নদীতে সেতুর অভাবে যুগ যুগ ধরে দিনাজপুর ৪ জেলার কয়েক লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বর্ষাকালে নৌকা এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোর মাধ্যমে নদী পারাপার হচ্ছে।
তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর থেকেই এ সেতুটি নির্মাণে এলাকাবাসীর পক্ষ থেকে অনেক আবেদন-নিবেদন করেও কোনো লাভ হয়নি। বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে এ পথে যাতায়াত করতে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এলাকাবাসীকে নিয়ে আন্দোলনে নেমেছে সেতু নির্মাণের দাবিতে।
এদিকে সেতুটি নির্মাণ হলে দিনাজপুরের বীরগঞ্জ, খানসামাসহ ঠাকুরগাঁও গড়েয়া হাট, নীলফামারী সদর উপজলোর নীলসাগর দীঘি, ভবানীগঞ্জ হাট এর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ওই অঞ্চলের মানুষের ভাগ্যের ব্যাপক উন্নয়ন ঘটবে। সংশ্লিষ্ট এলাকার মানুষ ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা শহরের সাথে সরাসরি আসা-যাওয়া করতে পারবেন। এতে সহজ এ হয়ে উঠবে শিক্ষা, চিকিৎসা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক ডা. এ. বি. সিদ্দিক, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আতাউর রহমান, যুবলীগ সভাপতি হেলাল ফকির, সাধারণ সম্পাদক বিকাশ দেবনাথ, মো. ইউসুফ আলী, মো. মতিউল ইসলাম, তাসমি আল বারি প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/হিমেল