শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী শিশুমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল স্থাপন করা হয়েছে। রবিবার এই মেলা শেষ হবে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম