নোয়াখালীতে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় মিশনারী স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার ব্রাদার আন্দ্রেস হাই স্কুলে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের শিক্ষা কমিশন ও ফরমেশন অফ ইয়ুথ অ্যান্ড টিচার্স প্রোগ্রাম যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
চট্টগ্রাম আর্চডাইয়োসিসের আর্চবিশ মজেস এম. কস্তা, সিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন পাটোয়ারি।
আর্চবিশপ মজেস এম. কস্তা, সিএসসি অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে সমাজের জন্য কাজ করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করান। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ছাত্রছাত্রীরা নিজেদের মানবিক মূলবোধকে জাগ্রত করে দেশের প্রয়োজনে দেশের সাথে থাকার যে শপথ গ্রহণ করেছে তা যেন পালন করে।
এর আগে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
উল্লেখ্য, চট্টগ্রাম আর্চডাইয়োসিস-এর পরিচালনাধীন মোট পাঁচটি হাই স্কুল থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৮৪২ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন। পাঁচটি স্কুলের পাশের হার ৯২ শতাংশ।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম