ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স কর্মকর্তাদের উদ্যোগে আজ শনিবার সকালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে পৌর শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপর হাসপাতাল হলরুমে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডাঃ নূঝাত সুবাহ। এতে সভাপতিত্ব করেন, হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স রাখি সায়মা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স আলহাজ আব্দুল হালিম, শ্যামল আদিত্য, সন্ধ্যা রানী মণ্ডল, মমতাজ বেগম, রাফেজা সুলতানা বিলকিস, মায়া রাণী দাস, নাছিমা খাতুন, সুপর্ণা দে, রহিমা খাতুন, শাহানাজ পারভীন, আলেয়া ফেরদৌসী, নাজমা আক্তার, মাহবুবা সালমা প্রমুখ।
সভায় আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেভাবে নিজেদের গড়ে ওঠতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর