রেলওয়েতে শূন্যপদের মূল কারণ বিএনপি উল্লেখ করে রেলমন্ত্রী মজিবুল হক বলেছেন, তাদের আমলে এক দিনে 'গোল্ডেন হ্যান্ডসেক'র নামে ১৩ হাজার কর্মকর্তা কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়। সংকট সেখান থেকেই শুরু হয়। তারপরেও প্রতি বছর নিয়োগ দেয়া হচ্ছে।
শনিবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মতবিনিময়কালে এসব কথা বলেন রেলমন্ত্রী। তিনি দায়িত্ব পাওয়ার পর আট হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে মন্তব্য করে রেলপথ মন্ত্রী বলেন, সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
রেলকারখানা পরিদর্শন শেষে কারখানায় একটি নতুন শপ এয়ার ব্রেক সেকশনের উদ্বোধন করেন মন্ত্রী। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক কুদরত-ই-খুদা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক মজিবুর রহমান ও অতিরিক্ত মহাপরিচালক সামছুজ্জামান। মতবিনিময়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ মে, ২০১৮/ফারজানা