এক মাস সিয়াম সাধনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকাল থেকেই নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের নামাজের জন্য মুসল্লিদের ঢল নামে। তবে নামাজের ঠিক আগ মুহূর্তে বাগড়া দেয় বৃষ্টি। এরপরও প্রবল বর্ষণ উপেক্ষা করে সকাল সাড়ে ৮টায় এ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতের আগে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা মো: ইকরামুল হক টিটুসহ প্রমুখ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম.মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহাম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নগরীর প্রধান এ ঈদগাহে নামাজ আদায় করেন।
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাত শেষে কোলাকুলির দৃশ্যও ছিল ঈদ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ মাঠেই সকাল সাড়ে ৯টার দিকে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও শহরের বড় মসজিদ, আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, পুলিশ লাইন জামে মসজিদ, কেওয়াটখালী ঈদগাহ মাঠ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ঈদগাহে বিপুল আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৮/মাহবুব