রংপুরের পীরগঞ্জ ও রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।পীরগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শ (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, আংড়ার ব্রিজ নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়।
এদিকে, রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায় ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি বাস দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া জানান, নিহত দুই জনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার