বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকার একদলীয়, স্বৈরাচারী সরকার। এই সরকার এবং সংসদের নৈতিক কোন বৈধতা নেই উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করে কোন স্বৈরাচারী সরকারের অবসান ঘটানো যায় না। তাই ঈদের পর গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।এরপর আন্দোলনের চুড়ান্ত পর্যায়ে কঠোর কর্মসূচির মধ্যদিয়ে সরকারের পতন ঘটানো হবে।
তিনি ঈদের নাজাম শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার