কড়া নিরাপত্তায় দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাতে লাখ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। দেশের অন্যতম প্রধান এই জামাতে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য নেয়া হয় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা।
ঈদের দিন ভোর থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল ৯টা বাজতে না বাজতেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠে ঈদগাহ ময়দান। মুসল্লিদের আসার ঢল দেখে সকাল ৯টা ২০মিনিটে নামাজ শুরু করা হয়। দেশের বৃহৎ এই ঈদ জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি অংশ নেয় বলে সংশ্লিষ্টদের দাবী।ঈদ জামাতে ইমামতি করেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হক কাসেমি।
ঈদের নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি এনায়েতুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, পুলিশ সুপার হামিদুল আলম, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ।
নামাজ শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দাবী করে বলেন, এবার এই ঈদগাহ মাঠে ৬ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এশিয়ার বৃহৎ এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে দূর-দূরান্তের মানুষ শরীক হয়েছেন এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষ আসতে পারেনি। নইলে আরও বেশি মানুষ এই ঈদ জামাতে শরিক হতে পারতেন।
জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর বলেন, ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে আগামী ঈদ উল ফিতরের জামাত সফল ও শান্তিপূর্ণভাবে আদায়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার