গত কয়েক বছর ধরে জাকের পার্টি সারাদেশে ঈদ জামাতের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার জাকের পার্টি রাজধানী ঢাকাসহ সারা দেশে ৮৭টি ঈদ জামাতের আয়োজন করে। সবকয়টি জামাতই একযোগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।
জামাত শেষে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সর্বোপরি শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ করে মোনাজাত করা হয়।
৮৭টি জামাত ভেন্যুতে ঈদের আগের দিন থেকেই মূলত উৎসবমুখর আবহ তৈরি হয়। শেষ রমজানে এ সব ভেন্যুতে রোজাদারদের নিয়ে অনুষ্ঠিত হয় সমাপনী ইফতার মাহফিল। সুদৃশ্য তোরণ, প্যান্ডেল, নানা বাণী ও ঈদ শুভেচ্ছা সম্বলিত বর্ণিল ব্যানার ও ফেস্টুন সহযোগে নজরকাড়া সাজে সজ্জিত হয় ঈদ এসব জামাতস্থল।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৮/মাহবুব