ময়মনসিংহের ফুলপুর অঞ্চলে আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ঈদের নামাজের পূর্ব মুহূর্তে তা ভারি বর্ষণে পরিণত হয়। কিছুটা ম্লান হয়ে যায় তখন ঈদের আনন্দ। পরে খানিকের জন্য বৃষ্টি পরা বন্ধ হলে রাস্তায় ঢল নামে ঈদগাহমুখী মুসল্লিদের। মুহূর্তেই কানায় কানায় ভরে যায় উপজেলার প্রায় প্রতিটি ঈদগাহ ময়দান।
বৃষ্টিকে রহমত হিসেবে মেনে নিয়ে মোটা পলিথিন বিছিয়ে, কেউ কেউ কাদার মধ্যেই দাঁড়িয়ে আদায় করে নেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পুরস্কার দিবসের এই ঈদুল ফিতরের নামাজ। খবর নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর এলাকার ঈদগাহগুলোতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টিকে উপক্ষো করে কাজিয়াকান্দা কামিল মাদরাাসা ঈদগাহ মাঠে ঈদের জামাতে শরীক হন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পৌর মেয়র আমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা জয়নুল আবেদীন ওই মাঠে ইমামতি করেন। এ সময় নিজেদের পাপ মোচনে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ঈদগাহ ময়দান। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চরনিয়ামত ঈদগাহ ময়দানে উপজেলার বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা পরিষদ জামে মসজিদ, আমুয়াকান্দা বাজার জামে মসজিদ, গোদারিয়া মাদরাসা ঈদগাহ মাঠ, পাগলা, ভাইটকান্দি, রূপসী, খিলা, সিংহেশ্বর, বালিয়া, রহিমগঞ্জ ও ছনধরাসহ উপজেলার বিভিন্ন মসজিদ-মাদরাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টির কারণে ঈদের জামাত না পাওয়ায় কোন কোন পাঞ্জেগানাতেও আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকার ঈদগাহগুলোতে পূর্ণ নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। সরকার, স্থানীয় এমপি শরীফ আহমেদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমাদেরকে সকল আইন মেনে চলতে হবে। এ সময় তিনি রোহিঙ্গা মুসলিম ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমসহ সারা মুসলিম বিশ্বের শান্তি ও উন্নতি কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন। এর আগে মেয়র আমিনুল হকও বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/হিমেল