বাগেরহাটের মোরেলগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝঁড়ে কমপক্ষে ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। বহু গাছপালাসহ কয়েকটি বসতবাড়ি ভেঙ্গে পড়েছে। বিদ্যুৎ বিভাগের কমপক্ষে ২৫টি স্থানে তার ছিড়ে পড়েছে এবং খাম্বা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ভারি বৃষ্টি চলাকালে ঘূর্ণিঝঁড়টি আঘাত হনে।
ঝঁড়ে মোরেলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাঁচা তরকারি ব্যবসায়ী দুলাল শিকদার, কৃষক আলমগীর চৌধুরী ও গিয়াস উদ্দিন তালুকদারের বসত ঘর বিধ্বস্ত হয়েছে। এতে তাদের কমপক্ষে ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। ভারি গাছ পড়ে ওই একই এলাকায় বিদ্যুতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তার উপর গাছ পড়ে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উপজেলা পরিষদ চত্বরেও একটি গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। বিকেল সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট গাছটি অপসারণে কাজ শুরু করেছে।
পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জুলফিকার রহমান বলেন, গাছ পড়ে ২৫/৩০টি স্পটে তার ছিড়ে গেছে। বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে। শতভাগ লাইন চালু করতে কমপক্ষে ২৪ ঘন্টা সময় লাগবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কয়েকটি বসত ঘর বিধ্বস্ত ও বিদ্যুৎ বিভাগের ক্ষয়ক্ষতির কথা শুনেছি। দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান