নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ মাস বয়সের অজ্ঞাত এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের আটি এলাকার গোলাম মহম্মদের মাছের প্রজেক্ট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে বড় পুকুরে একটি বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আঃ আজিজ জানায়, সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় বস্তাবন্দি লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় থাকা শিশুর লাশটি উদ্ধার করা হয়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে শিশুটিকে কেউ মেরে বস্তায় ভরে এখানে ফেলে রেখে গেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান