পঞ্চগড়ের সদর উপজেলায় গাছ থেকে পড়ে তুহিন হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেল ৩টার দিকে সদর উপজেলার তুলারডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তুহিন ওই এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তুহিন রাস্তার পাশে আকাশমনি গাছে উঠে। একপর্যায়ে হঠাৎ সে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/হিমেল