নাটোরে যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর ৮টা ৪৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন মফিজুর রহমান, আর দ্বিতীয় ইমামতি করেন মাওলানা গোলাম মোস্তফা।
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভাকট সাজেদুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ঈদ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মেনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/হিমেল