রাজবাড়ীর পাংশায় জমির বিরোধ ধরে সাদ্দাম মৃধা নামে এক কৃষককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার সকালে একই ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক সাদ্দাম মৃধা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামের মৃত মনতাজ মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ সাদ্দাম মৃধার সাথে প্রতিবেশি মিরাজ মৃধার জায়গা জমি নিয়ে বিরোধ চলো আসছিলো। তারই জের ধরে আজ শনিবার সকালে ধারলো দা দিয়ে সাদ্দাম মৃধাকে জবাই করে প্রতিপক্ষ।
পাংশা থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/হিমেল