মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ফয়জুল হক (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফয়জুল হক একই এলাকার আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, ফয়জুল তার বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরা দেখছিলেন। এসময় হঠাৎ করে তিনি পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফয়জুলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/হিমেল