মাগুরায় নৌ-বিহার ভ্রমণে গিয়ে পানিতে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার মধুমতি নদীতে চর সেলামতপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের দাতিয়াদহ গ্রামের কবির বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম সুমন (১৮) ও মিন্টু মিয়ার ছেলে আলি আকবর রমজান (১৭)।
পুলিশ জানায়, শনিবার বিকেলে কয়েকজন যুবক মধুমতি নদীতে নৌ-বিহারে বের হয়। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এ সময় ভীত সন্ত্রস্ত হয়ে তারা চর সেলামতপুর ঘাট এলাকায় নদীতে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সুমন ও রমজান ছাড়া বাকিরা সাঁতরে কূলে ফিরে আসে।
এদিকে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ দুটি উদ্ধার করে।
মহম্মদপুর উপজেলার বাবুখালি পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/আরাফাত