ময়মনসিংহে রেহেনা আক্তার নামে এক নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, রেহেনা একজন মাদক ব্যবসায়ী। দু'দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।
রবিবার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে রেহেনোর লাশ করা হয় বলে জানান ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
নিহত রেহেনা আক্তারের বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়। পুলিশ বলছে, নিহত রেহেনার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৮/মাহবুব