মাদারীপুরে ঈদের পটকা-বাজি ফোটানোকে কেন্দ্র করে ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও দুই দিনেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দুর্গাবর্দী গ্রামে দুলাল খানের ছেলে নাসির খান ও আইয়ুব খানের ছেলে কাওসার খান ঈদের আগের দিন পটকা ফুটানোর সময় একটি বাজি প্রতিবেশী মোয়াজ্জেম বেপারীর ছেলে ইয়াসিন বেপারীর (২০) গায়ে ছুঁড়ে মারলে বাজি বিস্ফোরণে ইয়াসিনের কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের ভেতরে বাকবিতন্ডা শুরু হলে দুলাল খান, নাসির খান, কাওসার খান গংরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ইয়াসিন বেপারীর বাবা মোয়াজ্জেম বেপারীর (৪৫) হাতের কব্জি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তাদেরকে বাধা দিতে গেলে মোয়াজ্জেমের স্ত্রী ফরিদা বেগম (৩৮) ও অপর প্রতিবেশী আলমগীর ফকিরকে (৩৭) কুপিয়ে আহত করে। আহত অবস্থায় দ্রুত তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করালে গুরুতর অবস্থায় মোয়াজ্জেম বেপারীকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এখনো পুলিশ কাউকে আটক করতে পারেনি। আসামিরা সকলেই পলাতক রয়েছে।
মাদারীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৮/হিমেল