বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীতে ট্রলার ডুবে ২ জন নিখোঁজ রয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ডিসি রোড সংলগ্ন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিখোঁজদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ট্রলারটি খেয়াঘাটের পন্টুনে বাঁধা ছিলো। ভাঙনকবলিত নদীর তীরের মাটির অংশ আকস্মিক ভেঙে যাওয়ায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে এক স্কুল ছাত্রীসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। স্থানীদের দাবি, এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৮/হিমেল