কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে আটক ৩৫ জন মাদকসেবীকে সাজা প্রদান করা হয়েছে। রবিবার তাদের ২০ দিন করে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। বিজিবি ও কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ তাদের আটক করে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সদর দক্ষিণ থানার একবালিয়া সীমান্ত থেকে শনিবার ঈদের দিন মাদকসেবীদের আটক করা হয়। পরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রূপালী মন্ডল তাদের প্রত্যেককে ২০ দিন করে সাজা প্রদান করেন।
সাজা প্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম