ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে আজ রবিবার দুপুরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক দিয়ে দুপুরে তিন কিশোর
মোটরসাইকেলে করে টাঙ্গাইল যাচ্ছিল। পথে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বঙ্গবন্ধু সেতু এলাকাগামী লোকাল যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার