বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা (বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর) সেতুর ঢালে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা নিহত এবং ভাতিজা গুরুতর আহত হয়েছে। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনায় হতাহতরা হলো মোটর সাইকেল চালক চাচা হাসান তামিদার (১৮) ও তার আহত ভাতিজা সাগর তামিদার (১৬)। নিহত হাসান বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের শাজাহান তামিদারের ছেলে।
হাসানের চাচাতো ভাই প্রিন্স তামিদার জানান, রাকুদিয়া গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেলযোগে চাচা-ভাতিজা মিলে বরিশাল নগরীর দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে প্রাইভেটকারের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দু'জনই সিটকে পড়ে। মোটরসাইকেল এবং প্রাইভেটকারের ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে প্রেরণ করলে কর্তব্যরতে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। সাগরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত এলাকার আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার