গাইবান্ধার পলাশবাড়ী এবং রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে পৃথক জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
এদিকে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গরুহাটি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৪জন নিহত হয়েছেন।
শনিবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম।
অন্যদিকে, তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাকি জানান, উপজেলার শলেয়াশাহ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৮/আরাফাত