দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সোহাগ আলী (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার উপজেলার পঁচিশ মাইল গোয়ালপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জীবন কর্মকার (২৩) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত সোহাগ আলী উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভিন জানান, দুপুরে মোটরসাইকেলে সোহাগ ও জীবন ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। তারা পঁচিশ মাইল গোয়ালপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান। বর্তমানে জীবন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল