'স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা মৎস্য অফিসের আয়োজনে শহরের পায়রা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে তা পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক, মৎস্য অফিসের কর্মকর্তা, রাজনীতিবিদসহ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা