ময়মনসিংহের শম্ভুগঞ্জে ১০৩ বোতল ফেন্সিডিলসহ যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম সুমনের স্ত্রী শামীমা আক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১৪। আজ বৃহস্পতিবার দুপুরে শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪’র এএসপি মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব‘র উপস্থিতি টের পেয়ে রিয়াজুল ইসলাম সুমন পালিয়ে গেলেও স্ত্রী শামীমা আক্তারের ব্যাগ থেকে ১০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এএসপি মাহবুব।
বিডি প্রতিদিন/এ মজুমদার