লক্ষ্মীপুরের রায়পুরে র্যাবের অভিযানে মাদকসহ দেলোয়ার হোসেন মাইকেল ও লিটন নামে দুই সহোদর আটক হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার শিবপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাদের আটক করে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ১২৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ১৫ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। আটকরা স্থানীয় আবুল কালামের ছেলে।
মাদকসহ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম