সিরাজগঞ্জে বাসের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ জুলাই) রাত ১০ টার দিকে এম এ মতিন সড়কে পৌর এলাকার কোর্ট মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার শশুড় শফিকুল ইসলাম (৪২) আহত হয়েছেন।
নিহত মামুন শহরের মাছুমপুর মহল্লার সাইদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাররম হোসেন জানান, মামুন ও তার শশুড় শফিকুল হেঁটে নিউ মার্কেট থেকে বাসার দিকে যাচ্ছিলেন। এসময় এসআই পরিবহনের একটি বাস সাইডবক্সের ডালা খোলা অবস্থায় কাউন্টার থেকে এম এ মতিন বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সাইটবক্সের খোলা ডালার সাথে ধাক্কা খেয়ে মামুন ও শফিকুল আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১০টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান।
বিডি প্রতিদিন/হিমেল