নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর এলাকায় মঙ্গলবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহাদুল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে র্যাবের একটি দল টহল গোপালপুর রেলেগেটে অবস্থান করছিল। এ সময় লালপুর থেকে বনপাড়ার দিকে সন্দেহজনকভাবে চলাচল করায় দুই মোটরসাইকেল আরোহীর পিছু নেয় র্যাবের টহল দল। মোটরসাইকেল আরোহীরা গোপালপুর হতে ধানাইদহগামী রাস্তার বিজয়পুর গ্রামের আনসার কাটা মোড়ে অপেক্ষারত দুই জনকে অজ্ঞাত ব্যক্তিকে ১ টি সাদা রং এর প্লাস্টিক বস্তা হাত বদল করছিল। টহল দলের উপস্থিতি টের পেয়ে উক্ত মোটর সাইকেলের আরোহীরা দ্রুত পালিয়ে যায়। র্যাবের সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে অপর ২ ব্যক্তিকে আত্মমর্পণের নির্দেশ দিলে তারা আখ ক্ষেতের দিকে পালিয়ে যাবার চেষ্টা করে।
র্যাবের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করলে তারা অতর্কিত গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৫ মিনিট গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে আহাদুল কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের আহত ২ সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন, পিস্তলের গুলির দুইটি খোসা এবং ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।
লালপুর উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা আহাদুল নাটোর জেলার র্শীষ মাদক ব্যবসায়ীদের একজন । তার বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদক ও চোরাচালানসহ ৮টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল/ফারজানা