লক্ষ্মীপুরে রায়পুর উপজেলায় শ্রেণিকক্ষে ৫ ছাত্রকে কিল, ঘুষি মেরে আহত করার অপরাধে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোরশেদ আলমকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার ফলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি জরুরি বৈঠক ডেকে অভিযুক্ত অফিস সহকারিকে বহিস্কারের এ সিদ্ধান্ত নেন।
কমিটির সভাপতি মো. শাহজাহান জানান, প্রাথমিক তদন্তে মারপিটের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার অফিস সহকারি মোরশেদ আলম ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পড়ানোর সময় ৫ মারধর করেন। এতে এক ছাত্রের কানের পর্দা ফেটে যায়। এ ঘটনায় ঐদিন থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আহত শিক্ষার্থীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন।
বিডি প্রতিদিন/ফারজানা