নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ডাকাতিসহ হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। সেইসাথে যাবজ্জীবন প্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ জনাকীর্ণ আদালতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবু তাহের, কাউসার মিয়া ও উসমান গণি।
যাবজ্জীনপ্রাপ্তরা হলেন শহীদ মিয়া, জোতী, মোহিবুর, রমজান মিয়া, সিদ্দিক, মনো মিয়া, ইসলাম উদ্দিন, শাহজাহান, কবির, রৈইস আলী, জিয়াউল হক, শফিক, দিদার, খলিল, আক্কাস, হীরা, কালীয়া, শুক্কুর মিয়া, ও রহিম।
জেলা জজ আদালতের পিপি সাইফুর আলম প্রদীপ জানান, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর খারিয়াজুরীর আদমপুর গ্রামে ডাকাতি করতে গেলে আসামিদের ধাওয়া করে স্থানীয় গ্রামবাসী। এ সময় ডাকাতদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে নিহত হন ওই গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে চয়ন সরকার। ওই দিনই মনোরঞ্জন সরকার বাদী হয়ে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন। আসামিরা দীর্ঘদিন ধরেই হাওরাঞ্চলে ডাকাতি করে আসছিল।
বিডি প্রতিদিন/ফারজানা