কক্সবাজারের টেকনাফে ৫০৮ ক্যান বিয়ারসহ মো. ইমাম হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ী টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকার মৃত ফজল আহমদের ছেলে।
চট্রগ্রাম র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, পিপিএম জানান, গত সোমবার রাতে র্যাব-৭ গোপন সংবাদে টেকনাফের পুরাতন পল্লানপাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে আটক আসামির তথ্যমতে ৫০৮ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৮ হাজার টাক। উদ্ধার মাদকসহ আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার