নাটোরের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় ‘জনপ্রশাসন পদক-২০১৮' গ্রহণ করলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। সোমবার পাবলিক সার্ভিস ডে'তে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে এই পদক তুলে দেন।
দলগত এই পুরস্কারে জেলা প্রশাসকের সঙ্গে তার দলে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু, সহকারী কনিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।
দলগত সাধারণ পর্যায়ে নাটোর জেলা প্রশাসনের এই দলটিকে ‘জনপ্রশাসন পদক-২০১৮'র জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক শাহিনা খাতুন নাটোরে বদলি হয়ে আসার পরে তিনি নাটোরের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা হয়ে ওঠেন। জেলার সার্বিক উন্নয়নে তিনি জেলা প্রশাসনের ভেতর থেকে সৎ, অভিজ্ঞ, সেবাপরায়ণ, কর্মনিষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি দল গঠন করে জেলার উন্নয়নে মনোনিবেশ করেন। নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন সংস্কার করে পর্যটন সুবিধা বৃদ্ধি, বিলুপ্তপ্রায় রাজবাড়ীর ইতিহাস সংরক্ষণে সংগ্রহশালা স্থাপন, গণভবনে দূর্লভ প্রজাতির বৃক্ষরাজি সংরক্ষণে বিশেষ
ভূমিকাসহ নানা ভূমিকা রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন ও তার দল।
বিডি প্রতিদিন/ ২৪ জুলাই ২০১৮/ ওয়াসিফ