নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ আদালতে একটি মামলার জামিন নিতে গিয়ে নাটোর জজকোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
উলেখ্য, বিগত ৫ জানুাযারি নির্বাচনের পূর্বে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় সিংড়ায় একটি বিক্ষোভ মিছিল বের করে ২০ দল। বিক্ষোভ মিছিলটি সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় গেলে বাধা দেয় পুলিশ। সেসময় পুলিশের সাথে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।
তৎকালীন সিংড়া থানার এস.আই মাহবুব হোসেন বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অপরাধ এনে বিএনপি-ছাত্রদল ও ছাত্র শিবিরের ২৮ জনের নামে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার জামিন নিতে আদালতে যায় দাউদার মাহমুদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার