কুষ্টিয়ায় মানহানি মামলায় জামিন নিতে গিয়ে আদালত চত্বরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তুষার বলেন, আমি মামলার বাদী। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালত চত্বরে আমরা উপস্থিত ছিলাম। পরে বৈরী আবহাওয়ার কারণে বিকেল ৩টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আদালত চত্বর ত্যাগ করি। তারপর জানতে পারি, আদালত চত্বর থেকে বের হওয়ার সময় মাহমুদুর রহমানের ভাড়া করা প্রাইভেট কারটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই ছাত্রলীগ জড়িত নয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছাত্রলীগ এ হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনকে আহ্বান জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৮/মাহবুব