ঠিকাদারের যোগসাজসে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী চৌগ্রাম জমিদার বাড়ির লক্ষাধিক টাকা মূল্যের শতবর্ষী ১৫টি গাছ কেটে নেয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রবিবার সন্ধ্যায় গাছগুলো অবাধে কাটার ঘটনায় সর্বত্র বইছে নিন্দার ঝড়।
নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নাটোরের সিংড়া উপজেলার ৩শ' বছরের পুরনো চৌগ্রাম জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য রক্ষা এবং সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রত্নতত্ব বিভাগ সম্প্রতি রাজ বাড়িটির সংস্কার কাজ সম্পূর্ণ করে দৃষ্টিনন্দন করে। ঠিক এ সময় গাছ কাটার ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল কুমার জানান, বিষয়টি তিনি শুনেছেন। এবিষয়ে ইউনিয়ন ভূমিকে একটি প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়া মাত্র দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার